লন্ডনী পাড়ায় রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে এম হাশেম ফাউন্ডেশন।
ডি এফ হোসাইন :বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে পুরোদমে সক্রিয় করে রেখেছে আমাদের দেশের সোনালী সম্পদ রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা।
সেই প্রবাসীদের মধ্য থেকে এই পাড়ায় বর্তমানে দেশে অবস্থানরত প্রবাসীদের লন্ডনী পাড়ার যুগ পূর্তি অনুষ্ঠানে সংবর্ধনা দিয়ে মূল্যায়ন করেছে এম হাশেম ফাউন্ডেশন।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম ফখরুল ইসলাম বলেন প্রত্যেক এলাকায় বা সমাজে প্রবাসী ভাইয়েরা রয়েছে,তারা প্রিয় মাতৃভূমি ও আপনজনদের ছেড়ে অত্যন্ত কষ্ট করে উপার্জন করে দেশে অর্থ পাঠিয়ে দেশ, নিজ এলাকা ও পরিবারকে সমৃদ্ধ করনে ভূমিকা রাখেন,এজন্য প্রত্যেক সমাজে প্রবাসীদের মূল্যায়ন করার আহবান জানান তিঁনি।