লন্ডনী পাড়ায় হাফেজদের সংবর্ধিত করে প্রসংশীত হয়েছে এম হাশেম ফাউন্ডেশন।
ডিএফ হোসাইন: লন্ডনীপাড়ার যেসকল কৃতি সন্তান পবিত্র কোরানকে ধারণ করে হিফজ করেছেন,সে সমস্ত গর্বিত হাফেজদেরকে লন্ডনীপাড়ার ১যুগ পূর্তি অনুষ্ঠানে এম হাশিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করায় অত্র অঞ্চলের জনসাধারণ এম হাশেম ফাউন্ডেশন ও সংশ্লিষ্টদের প্রশংসা করেন।
অত্যান্ত প্রসংসনীয় উদ্যোগ, এতে সমাজের ছাত্র সমাজ উৎসাহিত ও কোরআন হিফজ এবং শিক্ষার প্রতি অনুপ্রাণিত হবে।